Uribaba : ডেটিং শো তে বর্তমান প্রজন্মের কথা বলবে উরিবাবা
প্রেম গেম নামে ১০ ডিসেম্বর একটি ফিকশনাল ডেটিং শো নিয়ে আসছে উরিবাবা। প্রেম গেম কল্পনা ও বাস্তবের সঠিক মেলবন্ধন ঘটাবে এবং কলকাতার বর্তমানের ডেটিং-এর ছবিটা তুলে ধরবে। পাঁচটা আলাদা ক্যাফেতে প্রেম গেম-এর শুটিং হয়েছে।শো এর পরিচালনা করবে খেয়া চট্টোপাধ্যায় ও প্রসুন সাহা। মোট ৫টি শো রয়েছে। যেগুলো প্রতেক সপ্তাহে মুক্তি পাবে। একটি শো ইয়ে ইশক নেহি এহেসান, কেমিক্যাল লোচ্চা, স্ট্রবেরি কিস, গুড ফ্রেন্ড এবং হনারারি বেঙ্গলি। প্রেম গেম এর পুরো ভাবনা অর্কভ ব্যানার্জি ও অনুসুয়া মিত্রর।অর্কভ এই শো প্রসঙ্গে জানালেন,ফিকশনাল ডেটিং শো করার কারণ হল বর্তমান সময়ের শহুরে ছেলে-মেয়েরা যখন তাদের পার্টনার খুঁজতে যায় তখন তাদের মনের মধ্যে কি কি ভাবনা কাজ করে সেটা তুলে ধরা। হৃদয়ের দিয়ে যখন ভালোবাসার কথা আসে তখন মনের পরিবর্তন সত্যি কি হয় সেটাও দেখবো।অনুসুয়া এর সঙ্গে যোগ করেন,২০২১ এ ডেট করা একদিকে যেমন কঠিন হয়েছে তেমনি অন্যদিকে আবার সহজও হয়ে গেছে। আমরা সবসময় ভালোবাসা খুঁজি কিন্তু আদৌ কি আমরা সঠিক ভালোবাসার রসটা পাবো সেটা নিয়েও চিন্তিত থাকি। অনলাইন ডেটিং অ্যাপের যুগেও আমরা ঘটক নিয়ে এসেছি। এরকমই কিছু দেখা যাবে প্রেম গেম-এ।প্রেম গেম এ কাপল ১ এর চরিত্রে রয়েছে শ্রীদীপ মুখার্জি ও বিবৃতি চ্যাটার্জী। কাপল ২ এর ক্যারেক্টার করছে সৌমেন্দ্র ভট্টাচার্য ও ইপ্সিতা ভট্টাচার্য। কাপল থ্রি অয়ন ভট্টাচার্য ও পারমিতা সাহা। কাপল ফোর যশরূপ দে ও অম্বালিকা গাঙ্গুলি। আর কাপল ফাইভের চরিত্রে দেখা যাবে কার্তিকে ত্রিপাঠী ও মধুরিমা ঘোষ কে। ইতিমধ্যে এই ফিকশনাল ডেটিং শো এর ট্রেলার রিলিজ করে গেছে। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে দর্শকরা প্রেম গেম থেকে ভিন্নস্বাদের একটা কন্টেন্ট পেতে চলেছে।